স্বাধীনতা নয় পুতুল খেলা, রক্ত দিয়ে পাওয়া
স্বাধীন দেশে বাঁচবো হেসে, এটাই মোদের চাওয়া।
জনতা হবে সত্যবাদী, বলবে ন্যায়ের কথা
বুঝবে সবাই, জানবে সবাই স্বাধীনতার যথা।
শাসক হবে ন্যায়পরায়ণ, রাখবে জাতির মান
তবেই মোরা ফিরে পাবো স্বাধীনতার দাম।
স্বাধীনতা মানে বিক্রি হওয়া নিছক পণ্য নয়,
স্বাধীনতা হলো জীবন দিয়ে অর্জন করা জয়।
সকলে মিলে দেশের পক্ষে সত্য ধরবো তুলে,
মুক্ত বেশে স্বাধীন দেশে ছুটবো ন্যায়ের দলে।
সত্য পথে আঘাত দিলে হারাতে হবে মান,
যেভাবেই হোক রাখবো মোরা স্বাধীনতার দাম।
স্বাধীনতা নামে জাতিকে যারা অন্ধকারে ঠেলে
পিষিয়ে দেবো আগুনের ঝাঁঝে, হারাবে অতলতলে।
স্বাধীনতা মানে আমজনতার মুখ চেপে ধরা নয়,
স্বাধীনতা হলো ঐক্য গড়ে স্বৈরাচারের ক্ষয়।
উঁচু আওয়াজে বলবে কথা, মিথ্যা হবে ম্লান
তবেই জাতি বুঝতে পারে স্বাধীনতার দাম।
স্বাধীন দেশে হবে না কখনো স্বজনপ্রীতির ঠাই,
স্বাধীন দেশে সবাই সমান, সবার অধিকার চাই।
খুন, রাহাজানি, হত্যা আর গুম হবে না স্বাধীন দেশে,
আইনের চোখে সবাই সমান, এই নীতি হোক দেশে।
গরীব মেরে মোরা কখনো চাই না ধনীর মান
সবাই মিলে রেখে দিতে চাই স্বাধীনতার দাম।