আঁধার ভেঙে ভোরের আলো যখন দেয় উঁকি,
তখনই হাতে উঠুক ছোট্ট এক টুকরো কাঠ।
যার মাঝে লুকিয়ে আছে সুন্নতের সুগন্ধি,
যা ছিলো নবীজির ভালোবাসার স্মৃতিসত্তা।
মিসওয়াক এক সাদামাটা শাখা,
তবে এতে লুকিয়ে আছে রহমতের বারিধারা।
যে কাঠের ছোঁয়ায় পরিশুদ্ধ হয় দাঁত,
সুরভিত হয় মুখ, প্রশান্ত হয় হৃদয়।
মিসওয়াক যে শুধু মুখের নয়,
এ তো হৃদয়েরও পবিত্রতা ছড়ায়।
আল্লাহর রাসূলের ভালোবাসার ছোঁয়া,
যা এনে দেয় আত্মার প্রশান্তি।
ভোরের ওজু হোক বা তাহাজ্জুদের আগে,
মেসওয়াক হোক সঙ্গী মুমিন জীবনে।
যোহরে হোক কিংবা আসরে হোক
মিসওয়াক হোক জীবনের এক সোনালি অভ্যাস।
মিসওয়াক হোক নিত্য সাথী,
বয়ে নাও সুন্নতের বরকত।
প্রতিবার মুখে বুলিয়ে নাও,
হৃদয়ও হবে পবিত্র, নির্মল।
যে মুখে উচ্চারিত হয় কালেমা,
যে মুখ দিয়ে দোয়া ওঠে আকাশে,
সে মুখে থাকুক সুন্নতের সুগন্ধি,
মিসওয়াক হলো সেই সুগন্ধির কাঠি।
মিসওয়াক যদিও এক ছোট্ট বস্তু,
কিন্তু তার ফজিলত বিশাল।
তার মাধ্যমে খুশি হন আল্লাহ,
তার মাঝে আছে জান্নাতের সুবাস।