সাহিত্য আজ সস্তা জিনিস
সবাই লিখতে পারে,
আবোল তাবোল লেখার গতি
বাড়ছে দ্বিগুণ হারে।
ফেসবুকে যার ফলোয়ার বেশি
সে হয় বড় লেখক,
ফেসবুকে তা প্রচার করে
রুচিহীন কত পাঠক!
টিকটকে যে নাচন দেখায়
সেও তো আজ লেখে,
মূল লেখকগণ নিরবে বসে
কাঁদে এসব দেখে।
সাহিত্য আজ সস্তা বলে
কেউ দেয় না মূল্য,
কেউ তো আসুক লিখবে সদা
নজরুল, রবী তুল্য।