রবের নিকট সিজদাহ্ দিলে দুঃখগুলো ঝরে
পাপগুলো সব মুছে গিয়ে রহম নামে ঘরে।
গভীর রাতে একলা ঘরে গোপন আলাপন
সিজদাহ্ দিলে খুব সহজে রবে হয়ে যায় আপন।

সিজদাহ্ মানে রবের সাথে গোপন যোগাযোগ
সিজদাহ্ মানে অদেখা এক আনন্দ উপভোগ।
মনের যত কথা আছে রবের কাছে বলার
সিজদাহ্য় পরে সব বলা যায় আছে যত আবদার।

জীবন জুড়ে কত কিছু হয়নি পাওয়া আজও
কত চেষ্টা করে তবু হয়নি কোনো কাজও।
এসবকিছুই রবের নিকট বলা যায় একেক করে
পাপীর মত নিরব হয়ে সিজদাহ্য় লুটে পড়ে।

এই ধরাতে কেউ শোনে না কারো মনের ব্যথা
কেউ রাখে না কারো দেওয়া প্রতিশ্রুতির কথা।
সবে চলে যায় দুঃখ শুনে কেউ রাখে না খোঁজ
সিজদাহ্য় বলো সকল ব্যথা রব শুনবে রোজ।