মুক্ত বেশে বলতে পারি মনের যত কথা
স্বাধীনতা পাওয়ার জন্যে পেয়েছি কত ব্যথা।
কথা বলতে পেতে হয় না আজ আর কোনো বাঁধা
মন্দকেই তো বলছি কালো পুণ্যকে বলি সাদা।
ধর্মীয় কাজে লাগে না যে আর স্বৈরাচারের হুকুম
কুরআনের কথা বললে দেশে হয় না কোনো জুলুম।
এই স্বাধীনতাই চেয়েছি আমরা ভেঙেছি কত বাঁধ
সারা বাংলায় ছড়িয়ে পড়েছে স্বাধীনতার স্বাদ।

সত্য বলতে ভয় পায় না দেশের তরুণ আজ
কৃষক, শ্রমিক, গরীব-দুঃখী সেজেছে খুশির সাজ।
প্রতিবাদী ভাষায় কাব্য-কথা লিখছে দেশের কবি
দেয়াল ঘিরে ফুটে উঠেছে স্বাধীনতার ছবি।
হকের পক্ষে আওয়াজ দিতে কাঁপে না কারো বুক
জিহাদের কথা বললে কেউ আর চেপে ধরে না মুখ।
এই স্বাধীনতা পাওয়ার জন্যে ধরেছি সকলে কাঁধ
বাংলাদেশের ঘরে ঘরে আজ স্বাধীনতার স্বাদ।

অন্যায়ভাবে বন্দী হয় না জেলের আঁধার ঘরে
ন্যায়ের পক্ষে গান গায় সবে তাজা বুকটা ভরে।
মায়ের ছেলেটা হারিয়ে গেছে তবুও মুখে হাসি
জোর গলায় আজ বলতে পারে ‘চাই জালিমের ফাঁসি।’
কত আঘাতে শত যুবকের দেহটা হলো ক্ষত
সব ব্যথা আজ ভুলে গেল সবে দুঃখ ছিল যত।
এই স্বাধীনতাই পেয়েছি আমরা করেছি শক্তি আবাদ
বাংলার মানুষ পেয়ে গেল শেষে স্বাধীনতার স্বাদ।