অল্প আছে, থাকো খুশি
নাই তো কোনো ভয়,
সৎ পথে চললে সদা
জয় হবে নিশ্চয়।
নিজের ভেতর রেখো না বড়াই
নিজেকে ছোট ভাবো,
আপনাকে যারা ছোট ভেবেছে
হারেনি তারা আজও।
অন্যের সাথে ভালো আদবে
নিজেরও মান বাড়ে,
খারাপ আদবের মানুষ যারা
তারাই তো ভাই হারে।
অন্যের মনে আঘাত হানিয়া
নিজেকে করো না বড়,
আঘাত পরে তোমার দিকেই
ফিরে আসে না যেন।
ন্যায়ের পক্ষে কথা বলে চলো
পেছনে যা হয় হোক,
সামনে তোমার পথ খুলে যাবে
সত্যের জয় হোক।