শিয়াল এলো মুরগি খেতে
নিঝুম গভীর রাতে,
মুরগি তখন খোপের ভেতর
ছিল সবাই একসাথে।
হঠাৎ করে মুরগি পেল
শিয়াল আসার আওয়াজ,
করলো মিটিং সবাই মিলে
শিয়ালকে বাঁধবে আজ।
শিয়াল যখন চুপি চুপি
খোপের কাছে এলো,
মুরগি সকল একইসাথে
চিৎকার দিয়ে উঠলো।
বাড়ির মালিক বেড়িয়ে এসে
দেখে শিয়াল কাছে,
লাঠি মেরে শিয়াল ধরে
বেঁধে রাখলো গাছে।