নভেম্বরের হাওয়ায় ভাসে শীতের আগমনী গান
প্রকৃতি তার আপন মনে করে ঠান্ডার আহ্বান।
পাহাড়-নদী-বন ঢেকে যায় ঐ কুয়াশার ভাঁজে
মাঠে-ঘাটে সবুজ ঘাস সেজে রয় শিশিরের সাজে।

ঠান্ডা হাওয়ায় অন্য রূপে সেজে ওঠে এক জীবন
শীতের আগমনে ধরা ভরে যায় অজানা স্বপ্ন মন।
গাছের ডালে পাখিরা ডাকে আনন্দে দিশেহারা
শীতের সুরে আমন্ত্রণের ঢেউ পুরো গ্রামীণ পাড়া।

ঠান্ডা হাওয়ায় হিমেল পরশে বনের নিস্তব্ধতা
কুয়াশায় মলিন চারপাশ ঢাকা শূন্যতার পবিত্রতা।
এই দিনেতে ভীষণ প্রিয় চায়ের কাপের ধোঁয়া
শরীর জুড়ে কাঁপুনি ধরে লাগলে শীতল বায়ুর ছোঁয়া।