যে বয়সে শিশুরা থাকে
বাবা - মায়ের কোল জুড়ে,
সে বয়সের শিশুর বুকে
ওরা মারছে গুলি ছুঁড়ে।
ফুটফুটে এক কন্যার মুখে
দেখি গুলির ক্ষত!
ছোট্ট ছেলের কপাল হতে
ঝড়ে পড়ে রক্ত!
মা - বাবাকে হারিয়ে তারা
হলো কোল হারা,
বাঁচাবার তাদের কেউ নেই
আল্লাহ মহান ছাড়া।
চুপ থেকে দাঁড়িয়ে যারা
দেখে যায় এসব চিত্র,
ইতিহাস তো বলে দেয়
তারাই একে অপরের মিত্র।
রবের কাছে হাত তুলে যাই
তিনিই করবেন মুক্ত,
তাঁর সাহায্য পেলে আমাদের
হৃদয় হবে সিক্ত।