পেটের দায়ে খুঁজে ফেরে পেলাম একটা চাকরি
ছোট নয়! তবে হ্যাঁ সরকারি।
কাগজপত্র নিয়ে গেলাম বিরাট এক অফিসে
গিয়ে দেখি বসে আছেন বড় এক বাবু যে!
কাগজপত্র দেখে বললেন, 'সবই তো ঠিক।'
তবে! চাকরি পেতে দিতে হবে সামান্য ফিস।
অবাক হয়ে জিজ্ঞেস করি, 'কত নেবেন স্যার?'
বাবু বলে, 'বেশি নয়! লাখখানেকে হবে।
তবে হ্যাঁ! কাউকে বলো না যেন।'
বের হয়ে ভাবতে থাকি, এরা নয় ঘুষখোর!
এরা হলো সমাজের শিক্ষিত চোর।

ডাক্তার বাবু রোগী দেখেন, সুনাম অনেক তার
একদিন শুনি, তার জমেছে টাকার পাহাড়!
অবাক হলো শুনে সবাই!
কীভাবে কী হলো!
খোঁজ নিয়ে জানা গেল,
ভেজাল ঔষধে বেশি লাভ খেতো!
এরা অভিশাপ! বসে আছে জাতির উপর।
এরাই হলো দেশের শিক্ষিত চোর।

উকিল বাবু, হাজার টাকার মামলায় লাখ টাকা চায়,
কত মাস্টার ছলেবলে কত টাকা খায়!
অসাধু মানুষজন মুক্ত বাতাসে ঘুরে,
ঘুষ আর সালামিতে তাদের দেয় ছেড়ে।
এভাবেই যায় দিন, গরীব দুঃখী কাঁদে,
কত মানুষ হয় গুম শিক্ষিত চোরের ফাঁদে।