৫২- তে রক্ত দিয়ে পেয়েছি বাংলা ভাষা
যে ভাষায় আজ কথা বলি,
যে ভাষায় মোদের কান্না-হাসা_
সেই মোদের মাতৃভাষা।
৬৯- এ রক্ত দিয়ে চিনিয়েছি মোদের জাত
যে জাতি লড়াই জানে,
লড়াই করে বাঁচতে জানে_
তবুও মানে না পরাজয়।
৭১- এ রক্ত দিয়ে হয়েছি মোরা স্বাধীন
সেই থেকে মোরা যুদ্ধ চিনি,
সংগ্রাম চিনি_
জানি ঐক্যের মূলমন্ত্র।
২৪- এ রক্ত দিয়ে আদায় করেছি অধিকার
জাগিয়েছি মোদের সেই চেতনা
যে চেতনা ছিল ৫২, ৬৯ কিংবা ৭১-এ
জেগে রয়েছি আজও।
এই রক্ত তো বাংলায় নতুন কিছু নয়
এই রক্ত তো বাংলার সবুজের মাঝে
এই রক্ত মানেই তো বাংলা।