পবিত্রতা জড়িয়ে নিয়ে কেবলা’র দিকে ফিরে
সিজদাহ্ তে পড়ে রবের সাথে আলাপ করা যায়।
এই আলাপে কোনো হৈচৈ নেই,
শব্দদূষণ নেই, নেই কোনো তাড়াহুড়ো,
নেই চলে যাওয়ার শঙ্কা,
আছে শুধু বিচারের দিনে মুক্তির প্রতিশ্রুতি।
গভীর রাতে একাকী জায়নামাজে বসে
দু'খানা হাত তুলে দিয়ে রবের সাথে আলাপ করা যায়।
এই আলাপে শব্দের সীমাবদ্ধতা নেই,
নেই চাওয়ার সীমাবদ্ধতাও,
নেই রেগে যাওয়ার শঙ্কা।
আছে শুধু পাওয়ার প্রতিশ্রুতি।
দুনিয়ায় কারো সাথে আলাপে মেতে উঠলে
কতই হৈচৈ, চারিদিকে শব্দদূষণ,
থাকে তাড়াহুড়ো, কখন যেন চলে যায়।
তবুও থাকে না কোনো প্রাপ্তি।
কোনো বন্ধুর সাথে আলাপ করতে
মাপতে হয় শব্দের মাপকাঠি,
চাওয়া যায় না সব,
একটু বেশি বললেও শুনতে হয় বিরক্তির ঝারি।
অথচ রবের সাথে মন খুলে আলাপ করা যায়।
সমস্ত পাওয়া না পাওয়া, অসুখ-বিসুখ,
ইচ্ছা-অনিচ্ছা, সমস্যা-প্রতিকার,
সুখ-দুঃখ, সব কথা-ব্যথা-
মন খুলে বলা যায়।
এবং সবশেষে তিনি কোনোকিছুই অপূর্ণ রাখেন না।