মানুষের আদর পেতে আমরা কত কিছুই না করি_
অথচ রবের আদর সারাক্ষণ পেয়েও আমরা
তাঁকে ভুলে থাকি।
আমাদের সকাল-সন্ধ্যা, দুপুর-রাত্রি
অসুখ-বিসুখ, বিপদ-আপদ
হাসি-কান্না, কাজ-সাজ
সবক্ষেত্রেই তো তিনি আমাদের আদরে রাখেন।
এই যে আমরা দুখে তাঁকে ডাকি,
সুখে তাঁকে ভুলে থাকি।
তখনও তিনি আমাদের আদরে রাখেন।
মায়ের কথার বাহিরে কিছু করে ফেললে
মাও খাবার বন্ধ করে দেন,
মারধর করেন, রাগ করে থাকেন।
অথচ রবের এত এত কথা না রাখার পরেও
তিনি আমাদের খাবার বন্ধ করেন না,
মারধর করেন না, রেগে গিয়ে কোনো রিজিকও বন্ধ করেন না।
প্রিয় মানুষকে খুশি করতে আমরা
নিজের জীবন বিসর্জনের প্রতিজ্ঞা করতে পারি;
তাহলে যিনি আমাদের জীবন দান করেছেন,
আবার যার কাছে ফিরে যেতে হবে,
তাঁর পথে এই জীবন চালানোর প্রতিজ্ঞা কি আমরা
করতে পারি না?
আমরা কি পারি না_ তাঁর পথেই জীবনটা সপে দিয়ে
পরকালকে সুখের বানাতে?