রমজানেরই চাঁদ উঠেছে দেখো আকাশে
সুগন্ধি সব আসছে ভেসে মিষ্টি বাতাসে।
সাহরিতে উঠবো সবে পড়বো তারাবি
ইফতারিতে করবো আহার পড়বো যে তাসবিহ।

সারাদিনে রোজা থেকে করবো যে আমল
ভালো কাজে থাকবো সদা, যেন হই সফল।
নামাজ পড়ে করবো খুশি মহান আল্লাহকে
তিনি শেষে জান্নাত দিবেন তার এই বান্দাকে।

দান, সদাকা করবো হেসে আর দেবো যাকাত
রহমত আর মাগফিরাতে পাবো যে নাজাত।
রোজা শেষে ঈদের খুশি মাতবো যে সবাই
ঈমান নিয়ে বাঁচবো সদা করবো না বড়াই।