গোপনে যারা দেশকে নিয়ে করে যায় ষড়যন্ত্র,
যাদের মধ্যে ছিল না কখনো মুক্তির গণতন্ত্র;
নিজের দেশকে লুট করে যারা ভিনদেশে করে পাচার,
তারাই হলো আমার দেশের কুখ্যাত রাজাকার।
জাতিকে যারা ঠকিয়ে চলে নিজেরা স্বার্থ পায়,
জনগণকে ফাঁকি দিয়ে যারা আরামে থাকতে চায়;
দেশের টাকা চুরি করে যারা গড়েছে বিরাট পাহাড়,
তারাই হলো এ দেশ ও জাতির কুখ্যাত রাজাকার।
গাড়ি-বাড়ি জমিয়ে যারা শত্রুর বুকে থাকে,
দেশে শত্রু আসলে যারা লুকিয়ে থাকে ফাঁকে;
নিজেদের পেট ভরিয়ে যারা জাতিকে দেয় না আহার,
তারাই হলো আমার দেশের কুখ্যাত রাজাকার।
সত্য-ন্যায়ের কথা বলে যারা জাতিকে শেখায় ধোঁকা,
মিথ্যে খেলার জাল পেতে যারা জাতিকে বানায় বোকা;
নিজের দেশের রক্তকে যারা বানায় শত্রুর আহার,
তারাই হলো এ দেশ ও জাতির কুখ্যাত রাজাকার।
চিনে রেখো তাদের
দিয়ে রেখো চিহ্ন,
হিসেব হবে যেদিন
মিলিয়ে নিও সেদিন।