পুরুষ মানুষ কাঁদে না বলে নারীরা বলে,
'পুরুষ মানুষগুলা বড্ড পাষাণ! '
তারা আরও বলে, 'পুরুষ মানুষের মন নেই।'
কিন্তু আমরা কি করে বুঝাই, পুরুষরা যেহেতু মানুষ,
তাই তাদেরও কান্না আসে,
তাদেরও মন আছে।
কিন্তু তাও পুরুষ কাঁদে না কেন, জানেন?
আপনার মত নারী তার মা হয়, তার স্ত্রী হয়, তার কন্যা হয়;
তাদের জন্যই পুরুষ মানুষ কাঁদতে পারে না।
কারণ পুরুষ কাঁদলে সংসার হয় না।
পুরুষ কাঁদলে মায়ের, স্ত্রীর, কন্যার শখ পূরণ হয় না।
এইযে প্রতি মাসে নানান কিছুর বায়না ধরেন,
প্রতি ঈদে নতুন নতুন সাজসরঞ্জামের আবদার করেন,
মাস শেষে বাবা-মায়ের চিকিৎসার খরচ,
ছেলে-মেয়ের স্কুলের বেতন;
পুরুষ কাঁদলে এগুলো পূরণ হয় না।
এইযে কিছু হলেই পুরুষকে ছেড়ে যাওয়ার ভয় দেখান,
তার সাথে সম্পর্ক না রাখার বাহানা ধরেন,
তার থেকে দূরে থাকার সুযোগ খুঁজেন;
তবুও পুরুষ কাঁদে না।
কারণ সেই পুরুষটা জানে,
পুরুষের চোখের পানি সহ্য করার ক্ষমতা
আপনারা নারীরা রাখেন না।
পুরুষরা কাঁদলে তার অফিসের বস তাকে চাকরিতে রাখবে না,
পুরুষ কাঁদলে কৃষকের জমিতে ফসল ফলবে না,
পুরুষ মানুষ কাঁদলে ঘরের মানুষের ইচ্ছা পূরণ হবে না;
তাই পুরুষ মানুষ কাঁদে না।
তাই পুরুষ মানুষ আপনার ভাষায় পাষাণ।
তাই পুরুষ মানুষ আপনার ভাষায় হৃদয়হীন।