পুরুষ শুধু নারী-লোভী হয় না।
স্টেশনে কোনো যুবতীকে দুর্বিত্তরা টেনে ধরলে
একজন পুরুষ এসে যুবতীকে রক্ষা করে।
বাসের মধ্যে কোনো নারীকে দাঁড়িয়ে থাকতে দেখলে
নিজের আসনটি ছেড়ে দিয়ে তাকে বসতে দেয়।
পুরুষ এমনও হয়।
পুরুষ শুধু গায়ের রঙকেই ভালোবাসে না।
শ্যামবর্ণের নারীর সাথেও যুগ যুগ ধরে থেকে যায়।
গরীব বাবার মেয়েটিকে বিনা স্বার্থে
নিজে আগ্রহ দেখিয়ে গ্রহণ করে নেয়।
পুরুষ এমনও হয়।
পুরুষ শুধু স্বার্থপর হয় না।
পরিবারের সুখের জন্য নিজের সুখ ত্যাগ করতে জানে।
নিজের আরামের কথা না ভেবে
অপরের আরামের জন্য দিন-রাত খেটে যায়।
পুরুষ এমনও হয়।
পুরুষ মানুষ নাকি কাঁদতে জানে না!
হ্যাঁ, প্রিয়জনদের দেওয়া কষ্টে হয়তো তার
চোখের পানি দেখা যায় না।
কিন্তু ভেতরের জ্বলন্ত পোড়া দাগও কেউ দেখতে পায় না।
শত ব্যথা আঁকড়ে ধরেও সবার ভালোর জন্য হেসে যায়।
পুরুষ এমনও হয়।
পুরুষ শুধু রাগী-ই হয় না।
প্রিয় মানুষের হাসি ফুটাতে কত কী করে যায়!
ঘরে ফেরে প্রিয়তমার মুখটি দেখে সব ক্লান্তি ভুলে যায়।
বাবা-মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র
জোগাড় না করা অবধি
তার ঘুম হয় না।
পুরুষ এমনও হয়।
পুরুষ শুধু ছেড়ে যায় না।
শত বাঁধার উপর দাঁড়িয়েও ভালোবাসাকে ধরে রাখতে জানে।
ভালোবাসার মানুষকে ধরে রাখতেই-
পৃথিবীতে পুরুষ এত যুদ্ধ করতে হয়।
চারিদিকে বিচ্ছেদের যুগে-
আপন করে রেখে দিতে পারে।
পুরুষ এমনও হয়।
তাই বলছি কি-
পুরুষকে দেখো না এক চোখে।
আগুনের অনেক তেজ থাকলেও-
আগুনেও কিন্তু আলো ছড়ায়।