যারা আমাকে আঘাত করেছে প্রতিনিয়ত
চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে নানান ভাবে, নানান আঘাতে,
কথার আঘাতে যারা বুকে ব্যথা বেঁধে দিয়েছে,
পথ আটকে যারা আমাকে স্থির করে দিয়েছে;
তাদের তরে আমি সর্বদা হাসি বিলিয়ে দিয়েছি।
আমি তাদেরকে স্বচ্ছ শুনিয়েছি বহু কবিতা,
এগিয়ে দিয়েছি তাদের চলন্ত পথকে।
যারা কাঁটার মতো পথে বিছিয়ে দিয়েছে ব্যথা,
তাদের তরে আমার মুখে তুলেছি প্রার্থনার কথা।
যারা অন্ধকারে আমার প্রদীপ নিভিয়ে দিয়েছে
তাদের জন্য আমি আলো জ্বালিয়ে রেখেছি সর্বদা।
আমার ছোটখাটো ভুলে যারা দিয়েছে নানান অপবাদ,
শুনিয়েছে কত ঘৃণিত শব্দ,
যারা বলে বেরিয়েছে আমার অযোগ্যতার গল্প;
তাদের বড় ভুলগুলোও আমার কাছে ছিল না দেখার মত।
অপবাদের বিপরীতে তাদের শুনিয়েছি প্রশংসার বাণী,
ঘৃণিত শব্দের বিপরীতে শুনিয়েছি ভালোবাসার কথা,
অযোগ্যতার গল্পের বিপরীতে তাদের শুনিয়েছি অনুপ্রেরণার গল্প।
আমার পরাজয় দেখে যারা হেসেছে গাল ভরে,
তাদের পরাজয় দেখে আমি কেঁদেছি বুক ভরে।
আমার জয় দেখে যারা দিনে-রাত হিংসায় ডুবেছে
তাদের জয় দেখে আমি হেসেছি সবার আগে।
ভালবাসতে গিয়ে যারা আমায় কাঁদিয়েছে বহুবার,
অপমানের বার্তা দিয়েছে বারবার,
অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে যাদের কাছে
আমি হয়েছি গুরুত্বহীন এক মানুষ,
ভালবাসি ভালবাসি বলতে গিয়ে যাদের কাছে
আমি হয়েছি সস্তা পণ্যের মতো;
তাদের ভালবাসতে গিয়ে কখনো কাঁদার সুযোগ দেইনি আমি,
অপমানের বিপরীতে তাদের বুঝিয়েছি আমি, তাদের গুরুত্বের ভাষা।
তাদের কাছে গুরুত্ব না পেয়েও
এক মুহূর্তের জন্যেও তাদেরকে দূরে ঠেলে দিয়নি।
এভাবেই যারা আমাকে ক্ষত-বিক্ষত করেছে,
তাদের ছড়িয়েছি আমি ফুলের সৌরভ, মিষ্টি সুবাস।