বাংলার বুকে কিশোরী আজও প্রতিবাদের আগুন,
শত্রুর সাথে লড়তে গিয়ে হয়ে যায় তারা দ্বিগুণ।
অধিকার আদায় করতে হবে মুখে তুলে শ্লোগান,
অন্যায়-অবিচার রুখতেই হবে করে যায় তারা পণ।
ন্যায়ের পক্ষে লড়াই করে জীবন দিয়েছে কত,
তবুও ভয়ে পিছু হটে না চলছে অবিরত।

ভাইয়ের বুকে গুলি দেখে তার চোখের অশ্রু ঝড়ে,
প্রতিশোধ নিতে হায়নার গায়ে ঝাপিয়ে তারা পড়ে।
'বৃথা যাবে না ভাইয়ের রক্ত' মুখে একই বাণী,
ভাইয়ের কষ্টে বোনেরা কাঁদে তাই তো সবাই জানি।
আপোষ করে না রাজপথে তারা ঐক্য গড়ে তোলে,
শত্রুর মুখে ঘৃণার থুতু ছুঁড়ে ফেলে তারা চলে।

যুদ্ধ করে, সংগ্রাম করে বাঁচতে তারা জানে,
পরাধীনতার তালা ভাঙতে ছুটে চলে সবখানে।
এই কিশোরী মুখে তোলে যায় প্রতিবাদের হুঙ্কার,
শত্রুর বুকে ভয় ঢুকে যায়, তবুও পায় না ছাড়!
কিশোরী মানে দুর্বল নয়, বুঝিয়ে তারা ছাড়ে,
কামান-গুলি এসবের সাথে লড়তে তারা পারে।

শত্রুর কাছে মাথা নত নয়, হাঁকিয়ে তোলে আওয়াজ,
এদেশের বুকে বেঁচে আছে তারা, তারাই স্বপ্নবাজ।
বোনের লাশও কাঁধে নিয়ে তারা ছুটে চলে অবিরাম,
মানবে না তবু পরাজয় তারা, করে যায় সংগ্রাম।
দেশের তরে অবদান তাদের ভুলবো না কোনোদিন,
জাতির কাছে শ্রেষ্ঠ তারা হবে বা কখনো বিলীন।