চারিদিকে হট্টগোল নেই কোনো শান্তি
স্পর্শ করে নিল ভুল ও ভ্রান্তি।
অতিষ্ট হয়ে গেল পুরো দুনিয়া
স্বার্থ গোছাতে সবাই মরিয়া।
অন্ধকারে ডুবে গেল ধরা,
বেঁচে থাকা হয়ে গেল কঠিন।
খুন, রাহাজানি, হত্যা আর লুটে
মক্কাবাসীর নেমে এলো দুর্দিন।
অন্যায়, অবিচার, অত্যাচার আর পাপে
ভরে গেল সারা জাহান।
ধর্ম, কর্ম ভুলে সবাই চললো আপন পথে,
হারিয়ে ফেলে শ্রদ্ধা আর ভক্তি ও মানসম্মান।

এমনই এক ক্রান্তির সময়ে
উঠলো আকাশে চাঁদ,
মা আমিনার কোল জুড়ে
এলো শিশু মুহাম্মদ। (স.)
আকাশে বাতাসে খুশির মিছিল
রঙিন হলো ধরা,
পশু, পাখি, কীটপতঙ্গও
হলো খুশিতে সাড়া।

অতীতের সেই পাপকর্ম সব
হলো ধীরে ক্ষান্ত,
পৃথিবী জুড়ে এলো খুশি
মক্কা হলো শান্ত।

তিনি আমাদের প্রিয় মুকুট
তিনি আমাদের নেতা,
মহাবিশ্ব জুড়ে উঠবে ধ্বনি
রাসূল সবার সেরা। (স.)