ধরুন-
একদিন সন্ধ্যাবেলায় আপনি আর আমি
নির্জন কোনো এক স্থানে বসে আছি।
চাঁদনি রাত। আপনার প্রিয় আলো।
অগণিত তারারা চেয়ে দেখছে
আপনাকে আর আমাকে।
আমার হাতের উপর আপনার হাতের ছোঁয়া!
হঠাৎ করেই আবদার করলেন,
আমার পছন্দের একটি কবিতা শোনাতে।

আমি চুপ থেকে খানিক পরে জিজ্ঞেস করলাম,
'আমার প্রিয় কবিতা?'
আপনি মাথা নিচু করে, ঠোঁটের কোণে হাসি রেখে বললেন,
'তাই তো বললাম।'
আমি বললাম, 'আমার প্রিয় কবিতা কি শোনা যায়?'
'তাতো সৃষ্টিকর্তার বিশেষ রূপের আদলে তৈরি
কোটি নক্ষত্রের মাঝে একটি।'
আপনি তখন বিস্ময়মিশ্রিত প্রেমময় আঁখি তুলে
আমার পাণে চেয়ে শক্ত করে হাত দুটি ধরে বললেন,
'এই নক্ষত্রকে কখনো একা করে দিবেন নাতো?'
'কবিতা ছাড়া কবি কখনো থাকতে পারে কি!'
আপনার চোখে চোখ রেখে বললাম।