তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই।
আমিতো এখনও ভালোবাসি।
আমিতো এখনও তোমাকে অনায়াসেই বিশ্বাস করে যাই।
তোমার ঠোঁটে উচ্চারিত শব্দগুলো আজও আমার কানে বাজে।
তোমার দেওয়া হাসির ঝলক এখনও আমার মন ছুঁয়ে যায়।
তাইতো কোনো অভিযোগ নেই।
অভিযোগ তো আসে ঘৃণিত মানুষের প্রতি।
যেমন আমার প্রতি তোমার।
কিন্তু ভালোবাসার মানুষের প্রতি তো
আসে শুধুই ভালোবাসা।
যেমন তোমার প্রতি আমার।
অভিযোগ করতে পারলে হয়তো বা
সাময়িক একটু শান্তি পেতাম।
কিন্তু.. তারপর?
তোমার স্মৃতি তো আমাকে সারাজীবন আঁকড়ে ধরে থাকবে।
তাই তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই।