নানান মতের মানুষের ভির জমে শহরে,
কেউ থাকে ফুটপাতে কেউ থাকে উপরে।
ছিনতাই রাহাজানি হয় শুধু রাত-দিন,
মারপিট লেগে যায় দেখি তা প্রতিদিন।

কোটিপতির ভাব দেখে কেঁপে উঠে রাস্তা,
মনে হয় কিনে নিল পুরো এই দেশটা।
ছেলেপেলে মহল্লায় গড়ে তুলে রাজ্য,
তা দেখে চোখ বুঝে করতে হয় সহ্য।

হর্ণের আওয়াজে জ্বলে ওঠে কানটা,
ময়লার গন্ধে চেপে যায় নাকটা।
রোদের তাপে আরও গরম হয় মাথাটা,
রিকশার চাপায় পড়ে যাবে যেন জানটা।

রোগী যাবে জরুরি দেখাতে ডাক্তার,
পড়ে যায় সিগন্যাল দম যায় শেষবার।
গুলিস্তান যাও যদি পকেট ভরে টাকা,
একটু পর চেয়ে দেখো পকেট তোমার ফাঁকা।

গ্যাস নাই, কারেন্ট নাই প্রতিদিনের স্বভাব,
এ শহরের থাকে নাকি এসবের অভাব।
মাস শেষে এই বিল, সেই বিল আসে,
তা দেখে ভাড়াটিয়া যায় যেন ফেঁসে।

সিঙ্গেল যুবকেরা উঠে যখন বাসে,
একটু পর চেয়ে দেখে কেউ তার পাশে।
হাততালি দিয়ে বলে 'টাকা দাও মামা!
না দিলে খুলা হবে তোমার ঐ জামা।'

মেয়েদের চলা যেন বড়ই দুঃসাধ্য,
তবুও চলা লাগে হতে হয় বাধ্য।
ছেলেপেলে উঁকি মারে কিছু বলা যায় না,
ক্ষমতার কাছে দাম ন্যায়-নীতি পায় না।

গরীব হলে দাম নাই তোমার এই শহরে,
কে বুঝে, মরলে যাবে সবে কবরে?
দামি হবে সেদিনই যেদিন হবে টাকা,
এটাই হলো শহর, এর নাম ঢাকা।