মাইয়া হইয়া জন্মাইলেই কি সারাজীবন রাজকন্যা হইয়া থাকোন যায়?
ঐটা বাবার ঘর পর্যন্তই।
বাবার ঘর থাইকা বাইর হইলেই মাইয়া মানুষের পৃথিবী পরিবর্তন হইয়া যায়।
তহন আর সবার কপালে রাজরানী হওয়া জোটে না।
বহু মাইয়া স্বামাীর বাড়িতে বিষের মতোন হইয়া যায়।
কারোর সইজ্য হয় না।

বাবার ঘরে আদরে থাাকার সময় পৃথিবী মেলা সুন্দর থাকে।
এরপর সব ঝাপসা হইয়া যায়।
সুন্দর পুরুষের কাছে কয়জনেই বা সুন্দর থাকে!
সুন্দর কি আর মাইয়া মানুষের শান্তি দিবার পারে?
টাকা দেইখা মাইয়া তুইলা দিলেই কি কপালে শান্তি জোটে?
সুন্দর আর টাকা কহনোই শান্তি দিবার পারে না।
আদর সোহাগ হইলো মাইয়া মানুষের ভালো থাকবার ঔষধ,
যা সবার পাওয়া হইয়া উঠে না।

সারাদিন কাজ করতে করতে  ক্লান্ত হইয়া পড়লেও
কহনো কাউরে খুশি করন যায় না।
মাইয়া মানুষের জন্মই নাকি হইছে স্বামীর বাড়িতে খাটুনির লাইগা।
কিন্তু এই মাইয়া মানুষই যে কারোর শখের কন্যা হয়,
আবার একসময় কারোর মা হয়,
এইটা সবাইরে বুঝান যায় না।
এইজন্য বহু মাইয়া সারাজীবনই অভাগী হইয়া থাইকা যায়।