ভালোবাসলেই ভালোবাসা পাওয়া হয় না।
আমরা কেন যেন বলি-
যা দিবে, তা-ই ফেরত পাবে।
কিন্তু তা কি হয়!
কত প্রেমিক ঘর ছেড়েও ভালোবাসা পাওয়া হয়নি,
কত রমণী নিজেকে উজাড় করেও শখের পুরুষ পায়নি।

ভালোবাসা কি মানুষকে কৃপণ করে তোলে?
ভালোবাসা দিলে কি মানুষ নিঃস্ব হয়ে যায়?
নাকি ভালোবাসলে জীবনে বড্ড ক্ষতি হয়ে যায়?
হতে পারে এসব জিজ্ঞাসার উত্তরে
তাদের জবাব হ্যাঁ-বোধক হয়।
তবে - যে ভালোবাসে, বড্ড ভালোবাসে,
যে ভালোবেসে অপরকে রাঙাতে চায়-
তাকে কেন কৃপণতা স্পর্শ করে না?
সে কেন নিঃস্ব হয়ে যায় না?
কেনই বা তার ক্ষতির হিসেব কষতে হয় না?

আসলে কেউ কেউ ভালোবাসা পেয়ে
নিজেকে হারিয়ে ফেলে অচিন পথে।
তখন চেনা পথ, চেনা মানুষ তার কাছে
অসহ্য আর বিরক্তিকর হয়ে উঠে।
নতুবা কেন চেনা মানুষের ভালোবাসাকে অবহেলা করে
ফিরিয়ে দেয় প্রচণ্ড বিষাদ ভরা একটি জীবনে?
কেনই বা ভালোবাসা দেওয়া মানুষকে ভালোবাসে না?