# আচ্ছা আপনার চোখে আমি কতটা সুন্দর?
- যতটা সুন্দর হলে কিছুর সাথে তুলনা করা যায় না।
# বুঝিয়ে বলুন।
- যেমন ধরুন, আমরা কোনো সুন্দর জিনিসকে কিসের সাথে তুলনা করি?
# এইতো ফুল অথবা চাঁদের সাথে।
- কিন্তু যে জিনিস ফুল অথবা চাঁদের চেয়েও সুন্দর?
# উমমম! এমন কিছু আছে নাকি?
- হুম। আছে। আমার সামনেই আছে।
# কোথায়?
- যে আমাকে প্রশ্নটা করেছিল।
# আমি কি ফুল এবং চাঁদের চেয়েও সুন্দর?
- হুম। বহুগুণ...
# কীভাবে?
- চাঁদেও দাগ রয়েছে। ফুলেও পচন ধরে।
# আর আমি?
- আপনার সৌন্দর্যের না আছে দাগ। না ধরে পচন।
# তাই বুঝি।
- জ্বী।
# তাহলে এককথায় আমাকে কি বলে সম্বোধন করবেন?
- অসীমকান্তিময়ী। মানে আপনি আমার কাছে এমন একজন, যার সৌন্দর্য, যার আলো কখনো কমে কিংবা মুছে যায় না।
তাই আপনি আমার কাছে অসীমকান্তিময়ী।