দেশটা জুড়ে শুরু হলো
এ কী আজব খেলা!
চারিদিকে চুরি, ডাকাতি,
যেন ধর্ষণের মেলা।

রাতের বেলা ছায়ার মতো
ডাকাত নেমে পড়ে,
পথেঘাটে মানুষের গলে
ধারালো ছুরি ধরে।

ধর্ষণ করে ছিন্ন করে
কত ফুলের লাজ!
এসব দেখে নিরব কেন
দেশের আইনি কাজ?

দেশের মানুষ শান্তি খুঁজে
আসুক একটু আলো,
দেশটা হবে শান্ত ভূমি
কাটাবে সকল কালো।