আমায় তুমি বলবে হেসে,
'কত ভালোবাসো?'
আমি তখন বলবো ফিরে,
'আরও কাছে আসো।'
একটুখানি এগিয়ে এসে
বসবে আমার পাশে,
যেমন করে দুটি পাখি
একই ডালে বসে।
সেই প্রশ্ন করবে আবার
মুখে রেখে হাসি,
হাতটি ধরে বলবো আমি
'অনেক ভালোবাসি।'