পর্দা নারীর দামী সম্পদ
হারাতে দেওয়া যায় না,
তবুও অবুঝ সুশীল নারী
পর্দার বিধান চায় না।
পর্দা নারীকে বানায় হীরা
অনেক নারীই তা বুঝে,
কেউ বা আবার রাণীর বেশে
বের হয় সেজেগুজে।
আসল রাণী পর্দার ভাজে
গোলাপের মতো ফুটে,
অবুঝ নারী না বুঝে তা
লাঞ্চনার পিছে ছুটে।
সোনা গহনা আড়ালে থাকে
মুক্তা লুকানো ঝিনুকে,
নারীও যেন মুক্তা - সোনা
তবে বাহিরে কেন রাখে?
ফুলের সৌরভ ছড়িয়ে যেমন
ধরা মাতিয়ে রাখে,
পর্দা নারীর সৌরভ ছড়িয়ে
সংসার সাজিয়ে রাখে।