নারীকে কেন ছোট করে মানুষ
নারী তো ছোট নয় মোটে,
নারীর ছোঁয়ায় তো সকলের ঘরে
সুবাসিত ফুল ফোটে।

নারীই তো মোদের ধরাতে আনে
নারীই তো চেনায় মুখ,
নারীর অভাবে কখনো ঘরে
আসতে পারে না সুখ।

নারীই তো মোদের মানুষ বানায়
নারীই তো শেখায় বর্ণ,
নারী ছাড়া কখনো ধরায়_
সংসার হয় না পরিপূর্ণ।

নারীর আঁচলের গন্ধ শুঁকে
মোরা_ ধরাতে ছড়াই আলো,
নারী বীনে এই বিশ্ব-ভুবন
চারিদিকে হয় কালো।

জানো!
নারীরা বড্ড দুঃখী...
বাবার ঘরে আদরে থেকে
অপরকে আপন করে,
দিনশেষে তার নিন্দাও হয়
তখন_ অঝোরে সে কাঁদে।

নারী তো নয় খেলার পুতুল
নারীই তো হয় 'মা',
ছুঁড়ে ফেলো না কখনো তাকে
হারাবে যে দুনিয়া।