'ভালোবাসি' না বললেও তোমাকে বুঝে নিতে হবে,
আমি তোমাকে অনেক ভালোবাসি।
আমি বললে তুমি আর ভাবলে কই আমাকে নিয়ে!
আমি না বলাতে তুমি আমাকে ভাববে,
একাকী ভাববে, নির্জনে ভাববে কিংবা কোলাহলে।
তাতে আমার প্রতি তোমার একটু একটু করে
মায়া জমবে, অনুভূতি জমবে, জমবে না বলা বহু কথা।
তোমাকে আমি 'সুন্দর' না বললেও
তোমাকে বুঝে নিতে হবে আমার কাছে সবকিছুর চেয়ে
তুমিই বেশি সুন্দর, সুস্নিগ্ধা।
কারণ আমি তোমাকে অতুলনীয় বলে সম্বোধন করবো।
জানো তো! অতুলনীয় মানে কী?
অতুলনীয় মানে হলে তোমার সমকক্ষ সৌন্দর্য
আরো কারো মধ্যে নেই।
এমন অপরূপ চোখের চাহনি,
মায়ায় জড়ানো হাসি,
মধুমাখা কথা,
এরূপ আর কার আছে বলো?
'তোমাকে আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে'
এ কথা আমি না বললেও,
তোমাকে বুঝে নিতে হবে আমার তৃষ্ণার্ত চোখ দেখে।
আমার চোখে দেখতে পাবে তোমাকে দেখার খরা,
যে খরা কেটে যাবে তোমার দর্শনে।
তোমাকে দেখার পর,
ঘন বৃষ্টির মতো শীতল হয়ে যাবে আমার চোখ।
পাবে অফুরন্ত শান্তি-শ্রান্তি-প্রশান্তি।