মৃত্যুকে মোরা ভুলে থাকি যত
মৃত্যু মোদের ভুলে না,
সময় হলে আসবে ছুটে
দেহ ছাড়া কিছু রাখে না।
কত আয়োজন বাড়ি-গাড়ি সব
চলে যাব সব রেখে,
মৃত্যু এসে যায় চুপিসারে কভু
ধরা দেয় না চোখে।
মোরা থাকি সদা হাস্যরসে
দুনিয়ায় থাকি মত্ত,
মৃত্যু এসে ছিঁড়বে শিকল
মৃত্যুই চির সত্য।
মৃত্যু থাকুক স্মরণে মোদের
আল্লাহকে করি ভয়,
মৃত্যু হলেই জান্নাতে যাব
মোদেরই হোক জয়।