শহরজুড়ে আজ বিজয়ের গান বাজে
শত্রুর বুকে তাই বেড়ে গেল ভয়।
বছর কয়েক ধরে খেয়েছে শোষণ করে
আজ তার মসনদ হয়ে গেল ক্ষয়।
আমরা থামিনি চলেছি নির্ভয়ে
শত্রুর কালো ছায়া ভেঙে গেল তাই।
ক্ষমতা তো চিরদিন থাকে না কভু হে
জালিমের হবে না এই দেশে ঠাই।
কত খুন, দুর্নীতি করেছে চাঁদাবাজি
সবশেষ হলো আজ পেল তারা ভয়।
আমরা তো হারিনি, কখনো থামিনি
অবশেষে হলো তাই আমাদের জয়।
জুলুমের শেষ হলো ক্ষমতা চলে গেল
পালিয়ে গেল আজ ভিনদেশে হায়,
সোনার বাংলাদেশে সত্যের জয় হলো
শত্রু বাহিনীও পালিয়ে যায়।