মুখ সাজিয়ে দর্পন মুখে দাঁড়িয়ে তুমি দেখো
স্পষ্টত দেখতে পাবে রূপ, লাবণ্য আর
ক্ষত আছে কত!
মনের দর্পনে তাকিয়ে দেখো ভালো কি মন্দ,
তাও দেখতে পাবে মনের ভেতর সুখ ও স্বাচ্ছন্দ।
মুখ দেখারও দর্পন যদি কখনো বা ভেঙে যায়,
যতন করে জোড়া লাগিয়েও নতুন করা
বড্ড দায়।
মনের দর্পন চূর্ণ হলে হারাবে মান স্বত্ব,
বেলা পেরোলে পাবে না আর আপন গড়া মনুষ্যত্ব।
দর্পন চেয়ে মুছে ফেলো যদি মুখের ক্ষত ছোট বড়,
স্বচ্ছ হবে মুখখানি তোমার হবে না
আর অনড়।
মনের দর্পন চেয়ে মুছে ফেলো যদি অসাধু বর্জ্য সব,
মনের আলো স্বচ্ছ হবে করবে কলরব।