মন খারাপ হয় না, এমন মানুষ পৃথিবীতে নেই।
সবার মন খারাপ হয়।
তবে সবার মন খারাপের সময়গুলো সমান কাটে না।
কারো কারো মন খারাপে মানুষের ভিড় জমে,
আবার কারো কারো মন খারাপের খবর কেউ টেরই পায় না।
কারণ তারা কখনো প্রকাশ করে না
নিজেদের মন খারাপের কথা,
বুঝতে দেয় না ভিতরে পুড়ে যাওয়া
ক্ষত-বিক্ষত হৃদয়ের ব্যথা।
তাদেরও প্রচণ্ড মন খারাপ হয়।

কতজনের মন খারাপে স্বান্তনা দেওয়া মানুষের অভাব হয় না,
আবার কতজনের মন খারাপে স্বান্তনা দেওয়ার মত মানুষই থাকে না।
যদিও কখনো প্রকাশ করে তাদের মন খারাপের গল্প,
যদি প্রকাশ করে তাদের ভিতরে জমে থাকা ব্যথার কথা,
তাতেও কারো অন্তরে কোনোরকম দুঃখ সৃষ্টি হয় না।
এই মানুষগুলো পৃথিবীতে বড্ড অসহায়।
তাদের মন খারাপে কেউ মন ভালো করতে আসে না,
তাদের দুঃখের কান্নায় কারো কান্না আসে না।
অথচ তাদেরও প্রচণ্ড মন খারাপ হয়।

এক নম্বর কম পাওয়ার কারণে যে ছেলেটির গোল্ডেন ছুটে গেল,
তাতে তার মন খারাপ হয়।
তখন পরিবার, প্রতিবেশী, বন্ধু-স্বজন
সকলে ছুটে আসে তার মন খারাপে স্বান্তনা দেওয়ার জন্য।
কিন্তু যে ছেলেটি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আসছে,
তার মন খারাপে কেউ তার পাশে আসে না।
কেউ আসে না তাকে বলতে যে,
'কিছু হবে না সব ঠিক হয়ে যাবে।'
উল্টো আশেপাশের সকলে
তার মন খারাপের মাত্রা বাড়িয়ে তুলে।
অনুরূপ কিছু মানুষের সামান্য মন খারাপেও
অনেকের কান্না পায়,
আবার কিছু মানুষের পাহাড় সম দুঃখেও
কারো মনে খারাপ লাগা সৃষ্টি হয় না।
কিন্তু তাদেরও প্রচণ্ড মন খারাপ হয়।