মন খারাপের দেশে আমরা আছি নিরন্তর
হাসি-খুশি ধরা যেন বড়ই কষ্টকর।
কেউ থাকে চুপ করে,
কেউ হাসে জোর করে।
এভাবেই দিন যায় করি হাহাকার।
বুক ফাটে কান্নায়, চোখ ভাসে জলে
তবুও কারো কাছে দুঃখ নাহি বলে।
কারো আপন হয় পর,
কেউ বা আপন খোঁজে।
শত কষ্টের চাপা নিয়ে এভাবেই মানুষ চলে
ভালো থাকার অভিনয় করে যায় রোজ
পড়াশোনা, কাজ, সাজের থাকে নাতো খোঁজ।
কেউ চায় ভুলতে ব্যথা,
কেউ লুকায় স্মৃতির কথা।
কষ্টের সাথি হয়ে কেটে যায় বেলা।
রাত হলে কষ্টরাও ভীড় জমায় খুব
সব থেকেও যেন শূন্যতায় আমরা দিই ডুব।
কেউ চায় ফিরে পেতে
কেউ চায় দূরে যেতে।
এভাবেই কত শত রাত-দিন হয়ে যায় শেষ।