ভদ্র পরিবারের ভদ্র মানুষ
ভালো মানুষের রূপ ধরে,
সুযোগ পেয়েছে তাই গোপনে
একটু-আধটু চুরি করে।
ছেলে যেন তাদের আকাশের তারা
ধরা যায় না মোটে,
কনে দেখতে গেলে তাদের
আসল রূপ চেনা যায় বটে।
সোনার আংটি, সোনার চেইন
এই প্রথম দাবি,
এর সাথেই দিতে হবে
লাখ টাকা বাইকের চাবি।
বংশ তার অনেক বড়
আছে মান-মর্যাদা কত!
হিসেব করে ঘোষণা দিল
মানুষ খাওয়াতে হবে শত শত।
মোরগ-পোলাও থাকতে হবে
গরু-খাসি তো আছেই,
দই-ছানা আরও মিষ্টি হবে
আরও কত কিছু লাগবেই।
আরও যে তাদের চাহিদা কত
গণনা করা মুশকিল,
মনে যে আমার প্রশ্ন আসে
তারা কি আসলে বখিল?
বিয়ে তাকে করতে হলে
কনের বাবাকে লুট কেন করবে?
বাবা যে আদরের মেয়ে তুলে দেয়
এটা কবে তারা বুঝবে?
মহত্ত্ব থাকে না বংশের মাঝে
মহৎ হলো সে পুরুষ,
বাবার মুখে হাসি ফুটিয়ে
কনে বরণ করে যে পুরুষ।