সময়ের পাখায় চেপে, বাতাসের কাঁধে ভর দিয়ে
কখনো ছুঁয়ে যেও আমার ক্লান্ত দুপুরের নিঃশ্বাস।
তুমি কি শুনতে পাও-
এই শহরের আনাচে-কানাচে
তোমার নামে লেখা কবিতাগুলো কাঁদে,
অভিমানের ভাষায় ফোঁপায়—
তোমাকে ছুঁতে না পারার বেদনায়।

মধুকণা,
তুমি যদি একবার ছুঁয়ে যেতে,
তবে বৃষ্টির ফোঁটায় ধুয়ে যেত বিষাদ,
এ শহর রঙিন হয়ে উঠত
সোনাঝরা বিকেলের মতো।

তুমি কি জানো,
প্রতি রাতের চাঁদের আলোকে তোমার মতো মনে হয়?
জ্যোৎস্নার ছায়ায় দাঁড়িয়ে
আমি তোমার স্পর্শের অপেক্ষায় থাকি।
তুমি শুনতে পাও কি,
আমার হাহাকারের প্রতিধ্বনি?

তুমি আসবে কি,
একটি নিবিড় সন্ধ্যায়,
আমার প্রিয় নীল রঙের শাড়ি পরে?
আমার আঙুল ছুঁয়ে বলবে, "হারিয়ে যেও না।
তোমার অভিমানী মিষ্টি হাসি নিয়ে
আমার জীবনের অংশ হয়ে থেকো।"

মধুকণা,
তুমি শুধু একটি নাম নও,
তুমি এক অনন্ত অনুভূতি,
তুমি আমার হৃদয়ের অনন্য মধুময় অধ্যায়।