সান্ত্বনা দিলেই কি মানুষ শান্ত হতে পারে!
এমন কিছু দুঃখ থাকে যা হাজারো সান্ত্বনায়ও শান্ত হওয়া যায় না।
সান্ত্বনা দিলেই যদি মানুষ শান্ত হতে পারতো
তবে মানুষ তার নিজের সর্বোচ্চ অর্থ দিয়ে হলেও
সান্ত্বনা ক্রয় করতে ছুটতো।
যেসব দুঃখ ভুলে যাওয়া সম্ভব না,
জীবন থেকে মুছে ফেলা সম্ভব না যেসব স্মৃতি,
কিংবা ভুলে যাওয়া সম্ভব না যে সকল অতীত,
সেসব দুঃখ, স্মৃতি আর অতীতের কাছে
কোন সান্ত্বনাই স্বস্তি এনে দিতে পারে না।
এই যে যেমন আমাকে তুমি এক আকাশ পরিমাণ দুঃখ দিয়ে গেলে,
জীবন জুড়ে রেখে গেলে কত শত স্মৃতি,
জীবনের বিশাল একটা অতীত জুড়ে ছিলে তুমি,
সেই তোমার ক্ষেত্রে কোনো সান্ত্বনাই আমাকে স্বস্তি দিতে পারে না
তুমি বলেছিলে, আমি তোমার থেকেও ভালো কাউকে পেয়ে যাব।
অথচ আমি বলেছিলাম, আমার তোমাকেই লাগবে।
এই কথাটা ছিল তোমার সবচেয়ে সাজানো গোছানো একটি বাহানা মাত্র।
যা তুমি আমাকে সান্ত্বনা মনে করে বলে গেলে।
অথচ তুমি বোঝোনি যে, তোমার এই ঠুনকো একটি সান্ত্বনা
আমাকে স্বস্তি দিতে পারবে না। কখনোই পারবে না।
আসলে কি জানো! তুমি যদি আমার স্বস্তির কথা ভাবতে
তুমি যদি বুঝতে পারতে যে আমার স্বস্তি কোথায়,
তাহলে তুমি আমাকে রেখে যাওয়ার কথা ভাবতে পারতে না।
ভাবতে পারতে না 'আমাকে ছাড়াও মানুষটি ভালো থাকবে'।
ভাবতে পারতে না আমাকে ছাড়াও মানুষটি হাসি খুশি জীবন কাটিয়ে যাবে।
যদি তুমি বুঝতে আমার একমাত্র স্বস্তি তুমি,
তবে তুমি মিথ্যে সান্ত্বনা আমাকে না দিয়ে
তুমি আমার সান্ত্বনা হয়ে আমাকে স্বস্তি ফিরিয়ে দিতে।