কখনো যদি তোমাকে আমি
কষ্ট দিয়ে ফেলি ভুলে,
সেদিন তোমায় ভরিয়ে দেব
নানান রঙিন ফুলে।
একটুখানি পানির ফোটায়
ভিজবে তোমার আঁখি,
মিষ্টি সুরে ডাকবো তখন
যেমন ডাকে পাখি।
তোমার মুখটি মলিন হলে
চন্দ্র দেয় না কিরণ,
বলবো আমি রাগলে তুমি
মিষ্টি লাগে ভীষণ।
এবার তুমি আঁচল দিয়ে
মুখটি রাখবে ঢেকে,
‘ভালোবাসি’ বলবো তখন
চুপি চুপি ডেকে।
লজ্জা পেয়ে এবার তুমি
বলবে নাতো কথা,
তোমার কথা না শুনলে যে
বাড়বে আমার ব্যথা।
আঁচল টেনে তখন আমি
দেবো একটু হাসি,
তুমিও হেসে বলবে তখন
'পাগল! আমিও ভালোবাসি’।