মায়ের হাতের রান্না খেতে
মজা লাগে বেশ,
মায়ের রান্নার গুণের কথা
বললে হবে না শেষ।
সকালে মা নাস্তা করেন
ভারী মজা খেতে,
পরোটা-সবজি রান্না করেন
খাই থালা চেটে।
দুপুরে আরো রান্না কত
কুড়কুড়ে মাছ ভাজা,
ইলিশটা মা ভালো রাঁধেন
যদি হয় তাজা।
রাতের কথা কি বলি আর,
আরো মজার খাবার,
মায়ের মত কেউ রাঁধে না
যতই করি আহার।