বয়স আমার ছিল যখন
দুই-তিন বা অল্প,
মায়ের কাছে শুনতাম আমি
এক রাজপুত্রের গল্প।
মা বলতেন, ‘দুষ্ট ছেলে!
কান্না করে খুব,
খাবার দিলে খেতে চায় না
ফিরিয়ে নেয় মুখ।
গল্প ছাড়া ঘুমায় না সে
তাকিয়ে শুধু থাকে,
গল্প শোনার আনন্দে সে
জড়িয়ে ধরে মাকে।
চাঁদের মতো মুখ যেন তার
ভীষণ মায়া লাগে,
রাজপুত্র সকাল হলেই
সবার আগে জাগে।’
এখন বসে মুচকি হেসে
সেসব কথা ভাবি,
মায়ের বলা গল্পের সেই
রাজপুত্র যে আমি।