খোকা! খোকা! বাড়ি চইলা আয় বাবা
পড়ালেখা, চাকরি কিচ্ছু করা লাগবো না
চইলা আয় খোকা!
আমাকে কেন বাঁধা দিচ্ছ মা।
আমিতো তোমার মত লাখো মায়ের
সন্তানের পক্ষে লড়াইয়ে নেমেছি মা।
তুই আমার বুকের মানিক খোকা।
তোকে আমি হারাইতে চাই না।
জানোস! তুই ছোট থাকতে তোর জ্বর হইলে
আমার খাওয়া -দাওয়া বন্ধ হইয়া যাইতো।
রাগ হইয়া কহনো তোরে মারলে সবটা আঘাত
আমার বুকে আইসা লাগতো৷
এহন, এহন তোর শরীরে আঘাত লাগলে
আমি বাঁচুম না খোকা।
চইলা আয়!
ঐ নরপিশাচরা ভয়ংকর খোকা।
ওরা আমার বুক খালি কইরা দিবো।
চইলা আয় খোকা!
মা! তুমি কি চাও তুমি একজন পরাজিত সন্তানের মা হয়ে বেঁচে থাকো?
তুমি কি চাও তোমার সন্তান মাথা নত করে ফিরুক?
তুমি কি চাও তোমার ছেলের অধিকার নিয়ে ওরা খেলা করুক?
তুমি কি চাও তোমার মতো আরেকটা মায়ের সন্তানকে একা ছেড়ে আমি ফিরে যাই?
আমি তোমাকে কথা দিচ্ছি মা!
তোমার মতো হাজারো মায়ের সন্তানের অধিকার
আদায় করে তবেই আমি তোমার বুকে ফিরবো।
যদি কখনো না ফিরি তোমার বুকে,
যদি শুনো তোমার ছেলে শহীদ হয়ে গেছে,
আকাশের দিকে তাকিয়ে বুক ভরে নিশ্বাস নিয়ে
বলবে, 'আমার ছেলে মিশে আছে বাংলার লাল-সবুজে।'
তারপর আমার খোকা
আর আহে নাই।