মানবতা নামে আজ কলুষিত ধরণী
মানবতায় মিশে গেছে স্বার্থের কাহিনী।
অন্যায় দেখে কেউ বলে না তো কথা
এভাবেই হেরে গেল বিশ্ব মানবতা।
মানবতা শুনি শুধু দেখিনি তো কখনো
মানবতা কাকে বলে খুঁজে পায়নি এখনও।
বিশ্বজুড়ে মানুষ মেরে শোনায় যারা বাণী
মানবতার ভক্ষক তারা সেটাই আমরা জানি।
ধর্মে ধর্মে সংঘাতে বেঁধে হাসছে তারা রোজ
সব ধ্বংসে তারাই মূলে, নিয়ে দেখো খোঁজ।
মন্দির ভেঙে হিন্দু ক্ষেপায়, মসজিদ ভেঙে মুসলমান
তাদের মুখে মানায় না আজ বিশ্ব মানবতার গান।
আজও আমাদের মুসলিম মেরে বলছে তারা কথা
কিভাবে বলি পৃথিবীতে আছে একটু মানবতা?
মানবতা বলতে পৃথিবীতে যদি থাকতো কোনো কথা
কিভাবে তারা দিয়ে যায় রোজ মুসলিমদেহে ব্যথা?
অস্ত্র দিয়ে বড় যারা আজ, তারাই করছে শোষণ
মানবতা নামে যুগ যুগ ধরে চলছে তাদের ত্রাসন।
ইহুদি, বৌদ্ধ ভূখণ্ডে আজ চলছে রঙের মেলা
মানবতা হলো তাদের কাছে রক্ত দিয়ে খেলা।
মুসলিম শিশু কেঁদে উঠে রোজ ফিলিস্তিনের মাটিতে
মুসলিম মারার চলছে আলাপ সন্ত্রাসীদের ঘাঁটিতে।
সেসব কিছু দেখেও তারা বলছে না কেউ কথা
কিভাবে বলি পৃথিবীতে আছে একটু মানবতা?
'মানবতা নেই, মানবতা নেই'- এটাই সত্য কথা
মানবতা তবে আসুক ছুটে মুছুক সকল ব্যথা।
পৃথিবীজুড়ে ছড়িয়ে দিও সত্য ন্যায়ের কথা
তবেই আমরা দেখতে পাবো আসল মানবতা।