ফি'লি'স্তি'নের মাটির বুকে
রক্ত ঝড়ে রোজ,
মানবতার মুকুট যারা
তাদের নেই তো খোঁজ।

মানবতার সব কণ্ঠগুলো
নিরব কেন আজ?
মুসলিম বলে তাদের তরে
নেই কি কোনো কাজ?

রক্তের ফোটা দেখবে কত
দেখবে লাশের সজ্জা!
তবে কি আমরা বলতে পারি,
মানবতার আজ লজ্জা!

ঘুমিয়ে তবে থাকুক সবে
থাকুক নিরব হয়ে,
সুদিন তবে আসবে— যেদিন
পালাবে ওরা ভয়ে।