তাওফিক দিও ওগো আল্লাহ
দেখতে সোনার মদিনা,
তোমারও বন্ধুর রওজা ছুঁতে
আমাদের মন দেওয়ানা।
বাংলার দূর সীমানা হতে
আমরা গরীব দুঃখী,
কবুল করো তোমার দয়ায়
হবে জীবন চিরসুখী।
গুণাহের ভারে নুয়ে পড়েছি
চাই যে তোমার পানা,
চাইব ক্ষমা তোমার পানে
গিয়ে দূর মদীনা।
যাঁর আদর্শে উজ্জ্বল ধরা
পেয়েছি আলোর দিশা,
যেতে চাই তাঁর নিকটে
কেটে যাক অমানিশা।