পৃথিবীতে অনেক নবী আল্লাহ পাঠালেন
তাদের মধ্যে ইউনূস নবী অন্যতম ছিলেন।
পৃথিবীতে এমন দু’জন নবী এসেছিলেন
মায়ের পরিচয়ে তারা পরিচিত হলেন।
ইউনূস নবী একজন ছিলেন তাদেরই ভিতর
তাকে পেয়ে ধন্য হলো মায়েরই উদর।
বর্তমানে ইরাক দেশের মোশুল নগরীতে
ইউনূস নবীর আগমন হয় নিনাওয়া জনপদে।
এই শহরের লোকজন ছিল অনেক পাপাচারী
আল্লাহর অবাধ্যতা করতো ছিল না দিশারী।
তাই তো আল্লাহ ইউনূস নবী পাঠালেন সেখানে
সঠিক পথের সন্ধান দিবে ফেরাবে ঈমানে।
ইউনূস নবী শুরু করেন সঠিক পথের প্রচার
লোকজন যেন ফিরে আসে ঈমানের হয় প্রসার।
সবার কাছে সৎকর্মেরও করেন আহবান
পাপ কাজ করলে শাস্তি পাবে আছে অনেক প্রমাণ।
ভালো কাজে জান্নাত পাবে অনেক নেয়ামত
আল্লাহর পথে ফিরে আসো এটাই সঠিক পথ।
একদিন দু’দিন এমন করে চলে অনেক দিন
কেউ ফেরে না সঠিক পথে পাপে রয় বিলীন।
ইউনুস নবী হতাশ হলেন এসব চিত্র দেখে
ভাবলেন তিনি চলে যাবেন এই জাতিকে রেখে।
আল্লাহর নির্দেশ না শুনে সে ছাড়লো জনপদ
এ কারণে তার জীবনে এলো এক বিপদ।
মানুষবোঝাই একটি নৌকায় চড়ে বসলেন নবী
মাঝনদীতে যাওয়ার পরে ঘটে করুণ ছবি।
ঝড় আর তুফান শুরু হলো প্রচন্ড বেগে
তা দেখে নৌকার মাঝি হঠাৎ গেল রেগে।
মাঝি তখন বলল, নৌকায় অবাধ্য কেউ আছে
যার কারণে মাঝ নদীতে এমন বিপদ আসে।
অবশেষে সবার মাঝে হলো লটারি
যার নাম আসবে তাকে রেখে দিবে সবাই পাড়ি।
ইউনূস নবীর নাম এলো তাই দিলেন তিনি ঝাঁপ
আল্লাহ তা’আলার বিচার থেকে কেউ পাবে না মাফ।
এই বিচারে কেউ আগুনে কেউ বা থাকে জেলে
একটি মাছে নবীকে দেখে দ্রুত গিলে ফেলে।
মাছের পেটে রইলেন নবী হজম হলেন না
তাঁকে খেতে মাছকে আল্লাহ করে দিলেন মানা।
মাছের পেটে থেকে নবী দোয়া করতে থাকে
এই উসিলায় আল্লাহ তা’য়ালা মুক্ত করেন তাঁকে।
এই ঘটনার শিক্ষা হলো আল্লাহর প্রতি আস্থা
আল্লাহ তাদের মুক্ত করে দেখান সঠিক রাস্তা।