জামাই বউ করছে গোশশা
মাছের মাথা নিয়া,
জামাই কয় কেন আমি
তোরে করলাম বিয়া।
বউ কয় বাপে আমার
জীবন করছে ত্যাঁনা,
এর চেয়ে ভালা আছিল
পন্ডিত বাড়ির কানা।
পেটে লাগছে খিদা
কেউ খায় না ভাত,
কে খাবে মাছের মাথা
আর কে যাবে বাদ।
শেষমেশ তারা মিলে
করছে একটা যুক্তি,
এবার যদি কাইজ্যা ঝগড়ার
মিলে একটু মুক্তি।
যে বলবে আজকের দিনে
আগে একটু কথা,
সে-ই হারাবে ভাগ
এই বড় মাছের মাথা।
দু'জন মিলে যখনই
দেখতে গেল মাথা,
গিয়ে দেখে বিলাই শুধু
রেখে দিছে কাটা।