মায়ের মত আপন কেহ হয়না এ ধরাতে
মা যে আমার সুখের খনি রাখি এই মনেতে।
মায়ের সাথে এই ধরাতে হয় না কারো তুলনা
মা যে আমার বেহেস্তেরই সুখের আসল ঠিকানা।

কষ্ট পেলে মা জননী ধরেন বুকে টেনে
লক্ষ লোকের ভিড়ে থেকেও আমায় দেখে চেনে।
দূরে থেকেও মা যে  আমায় বড্ড ভালবাসে
কাছে পেলে মা আমার মুখটি ভরে হাসে।

আমি কোথাও দুঃখ পেলে ঘুমান না মা রাতে
আমি না খেলে খান না তিনি, খাবে বলে একসাথে।
মা যে হলো সুখের বাতি এই পৃথিবীর ঘরে
মাকে আমি ভালোবাসি এই বুকটা ভরে।