তুমি লজ্জাবতী লতার মতো স্পর্শ পেলেই সরে যাও।
কথার ছোঁয়ায় কাঁপতে থাকো, চোখের ভাষায় কী বোঝাও?
তোমার ওই মুখের কোণে চুপচাপ থাকা মিষ্টি হাসি,
বলতে গিয়েও বলো না কিছু, অভিমান নাকি ভালোবাসি?
আলো-আঁধারের খেলায় তুমি নরম রোদ আর শীতল ছায়া,
এক পলকে কাছে টেনে নাও ভরিয়ে দাও অসীম মায়া।

লজ্জাবতী! তুমি কি জানো, আমি ছুঁতে চাই না তোমার ভয়?
শুধু চাই সেই নির্ভরতা, যেখানে থাকবে একটু জয়।
যেখানে কথারা লুকোবে না, ভালোবাসা হবে নির্ভীক,
যেখানে আমার নামটি নেবে, নরম স্বরে চতুর্দিক।
তোমার অভিমানের মেঘ কখনো বৃষ্টি হয়ে ঝরে,
কখনো আবার শুকনো পাতার মতো নীরবতায় উড়ে মরে।

তোমার নীরবতার কাছে আমি বহুবার হেরেছি,
তবু আজও তোমার ছায়ায় নিজেকে হারিয়ে ফেলেছি।
তোমার চোখে জমে থাকা কথাগুলোকে ছুঁতে চাই,
তুমি সরে যাও, দূরে যাও, তোমার চোখে দেখি লজ্জার ঠাঁই।
আমি তো হবো বাতাস, নরম করে ছুঁয়ে দেবো,
তোমার সব ভয় ও লজ্জা ভালোবাসায় ঢেকে দেবো।

লজ্জার আড়ালে লুকিয়ে রাখো তোমার যত ভালোবাসা,
তুমিই আপন, রবে চিরদিন; বাঁচিয়ে রাখি এই আশা।
এসো লজ্জাবতী! হাত দু’টি দাও বাড়িয়ে,
আমার ভালোবাসার উষ্ণতায় তোমার ভয়কে দাও পুড়িয়ে।
আমরা দু’জন লিখবো শেষে নতুন প্রেমের গল্প,
ভালোবাসা আর থাকবে আশা লজ্জা থাকুক অল্প।

তারপর?
তুমি বলবে, "আমার ভয় লাগে,"
আমি বলবো, "আমি আছি পাশে।"
তুমি বলবে, "আমার লজ্জা লাগে,"
আমি বলবো, "তবুও থেকো কাছে।"